লামা থানার ওসি বলেন, “অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ মিলে যৌথ অভিযান চালাচ্ছে।”
Published : 08 Apr 2025, 09:40 PM
বান্দরবানের লামা উপজেলার একটি তামাক ক্ষেত থেকে নয় শ্রমিককে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার গভীর রাত ৩টার দিকে উপজেলার সরই ইউনিয়নের লুলাইন এলাকা থেকে তাদের অপহরণ করে করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস) আবদুল করিম।
তবে অপহৃতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, শ্রমিকরা কাজ শেষে খামার ঘরে ঘুমিয়ে যায়। রাত ৩টার দিকে অস্ত্রের মুখে তাদের অপহরণে করা হয়। এলাকাটিতে মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিষয়টি মঙ্গলবার সকালের পর জানাজানি হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস বলেন, “লুলাইন এলাকা থেকে তামাক ক্ষেতের কিছু মানুষ অপহরণ হয়েছে বলে শুনেছি। সেখানে মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত জানা যাচ্ছে না।”
লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, “অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ মিলে যৌথ অভিযান চালাচ্ছে।”
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস) আবদুল করিম বলেন, “শ্রমিকদের উদ্ধারের অভিযান চলমান রয়েছে।”