আধঘণ্টা পর ইঞ্জিনের সঙ্গে থাকা অর্ধেক ট্রেন বিচ্ছিন্ন হওয়া বগিগুলোর কাছে ফিরে আসে।
Published : 29 May 2024, 10:45 PM
ঢাকা-সিলেট রেলপথের নরসিংদীতে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের পাঁচটি কামরা ইঞ্জিন থেকে খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার রাত ৮টার দিকে আমীরগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটারে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভৈরব রেলওয়ে থানার ওসি আবদুল হালিম খন্দকার।
তিনি জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি রায়পুরার আমীরগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের পেছনের পাঁচটি কামরা বিচ্ছিন্ন হয়ে যায়। কামরাগুলি ফেলে রেখে অন্তত ৪ কিলোমিটার এগিয়ে যায় ইঞ্জিন এবং সাথে থাকা অন্য কামরা।
“আধঘণ্টা পর ইঞ্জিনের সঙ্গে থাকা অর্ধেক ট্রেন বিচ্ছিন্ন হওয়া বগিগুলোর কাছে ফিরে আসে। পরে সংযোগ ঠিক করে বগিগুলোকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি৷”
ঘটনার প্রত্যক্ষদর্শী ও রেল যাত্রী শিপন বলেন, ঘটনার সময় ট্রেনের যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। ৩০ মিনিটের বেশি সময় যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
ওসি আরও বলেন, “এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আপ-ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”