রাজশাহীর তিন উপজেলার সহস্রাধিক কৃষক এ বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
Published : 02 Feb 2025, 05:23 PM
রাজশাহীর মোহনপুর উপজেলায় হিমাগারগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন কৃষকেরা।
রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা।
সমাবেশে কৃষকরা মহাসড়কের উপর আলু ফেলে প্রতিবাদ জানান। এ সময় মোহনপুর, তানোর ও পবা উপজেলার সহস্রাধিক কৃষক এ বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আলু চাষি আব্দুল্লাহ জানান, প্রতি কেজি আলুর সংরক্ষণের জন্য আগে চার টাকা ভাড়া দিতে হত। এবার তা বৃদ্ধি করে আট টাকা করা হয়েছে। এমনিতেই আলুর দাম কম। এর উপর আবার ভাড়া বাড়লে লোকসানে পড়তে হবে।
তিনি বলেন, “আলু সংক্ষণের ভাড়া কমাতে হবে। আমাদের এ দাবি মানা না হলে আগামীতে কঠোর আন্দোলনের পাশাপাশি মহাসড়ক অবরোধ করা হবে।”
রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, “গত বছর বস্তা হিসাবে হিমাগারে আলু নেওয়া হয়েছে। ৫০ কেজির বস্তায় ৩৪০ টাকা ভাড়া নেওয়া হয়। এর ফলে কেজি প্রতি সংরক্ষণে খরচ পড়ে প্রায় সাত টাকা।
“কিন্তু আলুর মধ্যস্বত্ত্বভোগী ব্যবসায়ীরা বস্তায় ৭০-৮০ কেজি পর্যন্ত আলু ঢুকিয়ে দেন। ফলে আমরা ক্ষতিগ্রস্ত হই। এর পরিপ্রেক্ষিতে এবার আলুর কেজি দরে ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ফজলুর রহমান বলেন, “ব্যাংকের সুদ হারসহ সব খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন চলতি মৌসুমে কেজি প্রতি ভাড়া নির্ধারণ করেছে সর্বোচ্চ আট টাকা।
এরপরেও কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত রয়েছে- এ অ্যাসোসিয়েশনের সদস্যরা এর চেয়েও কম ভাড়ায় তাদের নিজস্ব সিদ্ধান্তে আলু সংরক্ষণ করতে পারবেন।”