“তখন ইউএনও এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানাই। তারা থানায় জিডি করতে বলেন।”
Published : 09 Apr 2025, 06:32 PM
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় এক হিন্দু যুবকের ফেইসবুক আইডি হ্যাক করে ইসলামবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের তারাইল গ্রামের মিঠুন বিশ্বাস (৪০) বুধবার দুপুরে গণঅধিকার পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমি পেশায় একজন কাঠমিস্ত্রি। শখের বশে প্রায় এক বছর আগে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে একজনকে দিয়ে একটি ফেইসবুক অ্যাকাউন্ট খুলি। কিছুদিন পর আইডিটা হ্যাক করে কে বা কারা আমার আইডি থেকে ইসলামবিরোধী উসকানিমূলক পোস্ট করতে থাকে। তখন ইউএনও এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানাই। তারা থানায় জিডি করতে বলেন।
“পরে গত বছরের ১৪ সেপ্টেম্বর টুঙ্গিপাড়া থানায় জিডি করি। এ ছাড়া ওয়ার্ডের সাবেক মেম্বারের পরমর্শে মোবাইলটি থানায় জমা দিয়ে আসি। এরপর থেকে বাটন মোবাইল ফোন ব্যবহার করে আসছি।”
তিনি বলেন, “কিন্তু হঠাৎ করে রোজার ঈদের তিনদিন পর থেকে আমার নামের সেই ফেইসবুক অ্যাকাউন্ট থেকে ইসলাম ধর্ম নিয়ে উসকানিমূলক পোস্ট করা শুরু হয়। এ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। আমাকে স্থানীয়রা বিভিন্ন প্রশ্ন করছেন। এতে আমি আতঙ্কিত হয়ে পড়ি।
“পরে আবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। আমি একজন সাধারণ মানুষ। কিন্তু আমাকে ফাঁসাতে যারা এ কাজ করছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে তারাইল এলাকার সাবেক ইউপি সদস্য মিজান শিকদার বলেন, “হিন্দু ছেলেটি সামান্য পড়াশোনা জানে আর কাঠমিস্ত্রির কাজ করে। আগের ঝামেলার পর আমার পরামর্শে তার অ্যান্ড্রয়েড ফোনটি থানায় জমা দেয়।
“কিন্তু তারপরও নিরীহ ছেলেটিকে ফাঁসাতে কে বা কারা যেন ধর্মীয় উসকানিমূলক পোস্ট করে যাচ্ছে। এর আগেও এলাকার ইসলাম ধর্মের মুরব্বিদের নিয়ে বৈঠক করার পর মিঠুন নির্দোষ প্রমাণিত হয়। ধর্ম নিয়ে উসকানিমূলক পোস্টদাতাকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে।”
টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম বলেন, “ওই যুবকের মোবাইল ফোন থানায় জমা রয়েছে। তারপরও তার আইডি থেকে পোস্ট করা হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
“ধারণা করা হচ্ছে, একটি দুষ্কৃতকারী চক্র তাকে ফাঁসাতে এমন কাজ করে থাকতে পারে।”