দুপুরে চুনারুঘাটের ইউএনওর কাছ থেকে সুমনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
Published : 27 Nov 2023, 05:33 PM
হবিগঞ্জ-৪ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন হাই কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
সোমবার প্রার্থী নিজেই বলেন, “প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে।
“এক্ষেত্রে আমি দলীয় মনোনয়ন না পেলেও হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ করব।”
সুমনের এমন ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে অনেকেই তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
রোববার বিকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দেশের ২৯৮টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে। এতে চুনারুঘাট-মাধবপুর নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসনে নৌকার মাঝি হিসেবে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর নাম ঘোষণা করা হয়।
এরপর রাতেই ঢাকা থেকে নির্বাচনী এলাকায় যান সুমন। এ সময় তার শত শত কর্মী- সমর্থক মোটরসাইকেলে করে শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় তাকে স্বাগত জানান। তারা মিষ্টি বিতরণ করেন। পরে চুনারুঘাট বাজারে সুমন এক পথসভায় বক্তব্য দেন।
এদিকে, দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের কাছ থেকে সুমনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রহমান।
দিনব্যাপী চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন সুমন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, ৩০ নভেম্বর মনোনয়ন জমাদানের শেষ তারিখ এবং ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।