“বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
Published : 19 Mar 2025, 09:37 AM
চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজারে ভয়াবহ আগুনে চারটি কাঠের ফার্নিচারের কারখানা, একটি চায়ের দোকান ও একটি সেলুনের দোকান ভস্মীভূত হয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে লাগা এ আগুন রাত দেড়টায় নিয়ন্ত্রণে আসে বলে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার জানান।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছেন, বদরগঞ্জ বাজারের একটি ফার্নিচারের কারখানায় প্রথমে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন। পরে দ্রুত তা পাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তাদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, আগুনে চারটি কাঠের ফার্নিচারের কারখানা, একটি চায়ের দোকান ও একটি সেলুনের দোকান ভস্মীভূত হয়ে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরকার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লাখ টাকা।”