“নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।”
Published : 07 Mar 2025, 01:14 PM
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুদিন ধরে নিখোঁজ পোশাক কারখানার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৮টার সিদ্ধিরগঞ্জ লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম জানান।
নিহত মো. নয়ন (২০) জামালপুর সদরের আব্দুল হালিমের ছেলে।
নয়ন সিদ্ধিরগঞ্জের ধনকুণ্ডা এলাকায় একটি বাসায় ভাড়া থেকে স্থানীয় এক পোশাক কারখানায় কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতের পরিবারের লোকজন বলছে, বুধবার সন্ধ্যায় ভাড়া বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি নয়ন। আত্মীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজিও করলেও তার হদিস মেলেনি।
ওসি শাহীনূর বলছেন, সিদ্ধিরগঞ্জ লেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে বলে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়।
এ পুলিশ কর্মকর্তা বলেন, “নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের লোকজন জানিয়েছে, নয়ন মৃগীরোগে আক্রান্ত ছিলেন।
“মৃত্যুর সঠিক কারণ জানতে তার লাশ ময়নতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন জানিয়েছেন।”
এ ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানান ওসি শাহীনূর।