পৌর কমিউনিটি সেন্টারে সম্মিলিত ছাত্র ঐক্য পরিষদের ব্যানার থেকে এই ঘোষণা দেওয়া হয়।
Published : 29 Jul 2024, 09:27 PM
যশোরে কোটা সংস্কার আন্দোলনকারীদের একটি পক্ষ কর্মসূচি প্রত্যাহার করেছে। অপর পক্ষ মিছিল করেছে। এ সময় পুলিশ তাদের বাধা দেয়।
সোমবার দুপুরে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেন কয়েকজন। তারা নিজেদের আন্দোলনের সমন্বয়কারী হিসেবে পরিচয় দেন।
পৌর কমিউনিটি সেন্টারে সম্মিলিত ছাত্র ঐক্য পরিষদের ব্যানার থেকে এই ঘোষণা দেওয়া হয়।
সমন্বয়ক হিসেবে পরিচয় দেওয়া শিক্ষার্থী পরশ আহম্মেদ লিখিত বক্তব্যে বলেন, তাদের প্রধান দাবি কোটার যৌক্তিক সংস্কার সরকার পূরণ করে দিয়েছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষার্থী ফাহিম আহম্মেদ, ইয়াসিন আরাফাত ও মাহাফুজ আলী।
এদিকে আন্দোলনকারীদের অপর একটি অংশ মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ।
শিক্ষার্থীরা প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরুর কথা জানান। কিন্তু সেখানে পুলিশ অবস্থান নেওয়ায় তারা শহরের ধর্মতলা এলাকা থেকে মিছিল শুরু করেন।
মিছিলটি শহরে প্রবেশকালে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়।