ছয় ছাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
Published : 06 Nov 2024, 11:26 PM
রাজবাড়ীর কালুখালীতে খাদ্যের বিষক্রিয়ায় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির সাত ছাত্রী একযোগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দামুকদিয়া দুর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ওবাইদুর রহমান জানান।
অসুস্থরা হল- প্রীতি, সুরভি, অন্তরা, তিশা, হিয়া, রাফিয়া ও আঁখি।
এদের মধ্যে পাঁচজনকে রাজবাড়ী সদর হাসপাতালে ও দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের বাড়ি উপজেলার মদাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
প্রধান শিক্ষক ওবাইদুর রহমান বলেন, “আজ তাদের সহপাঠী স্নিগ্ধার জন্মদিন ছিল। টিফিনের সময় জন্মদিনের দাওয়াত খেতে স্নিগ্ধার বাড়িতে তারা ১৩ জন বান্ধবী যায়। সেখানে তারা ইলিশ ও খিচুরি খেয়েছিল। পরে স্কুলে এলে সবাই অসুস্থ হয়ে পড়লে রাজবাড়ী হাসপাতালে নেওয়া হয়। ছয় ছাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।”
রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক ফারিয়া আক্তার বলেন, “ছাত্রীরা খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়েছে। এদের মধ্যে দুজন বেশি অসুস্থ হওয়ায় তাদের ফরিদপুরে রেফার্ড করা হয়। বাকিরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন; তারা আশঙ্কামুক্ত।”