আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Published : 12 Apr 2025, 12:48 AM
মাদারীপুরের শিবচরে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত এবং চারজন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিক শিবচরের সম্ভুক ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আশফাকুল ইসলাম জানান।
নিহত ঠিকাদার জাহিদ শিকদার (৩৫) জেলার ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের মান্নান শিকদারের ছেলে। তিনি এলজিইডি ও সড়ক বিভাগের বিভিন্ন কাজের ঠিকাদারী করতেন।
আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক আশফাকুল বলেন, জাহিদ শিকদার ও তার তিন বন্ধু দুটি মোটরসাইকেল নিয়ে বিকালে ডাসার থেকে সম্ভুক ব্রিজ এলাকায় বেড়াতে যান। সন্ধ্যা ৭টার দিক তাদের মোটরসাইকেল দুটি সেতুর ওপর উঠলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে জাহিদ শিকদার (৩৫), ফয়সাল (১৮), সাফিন (২১), নাদিম (২০), আবুল সরদার (৬০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন। পরে বাকি চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
পরিদর্শক আশফাকুল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।