এ বছর জেলায় ডেঙ্গু শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৯ হাজার ৬৩৪ জন।
Published : 21 Oct 2023, 12:22 PM
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ১২৪ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
শনিবার সকালে মানিকগঞ্জ সিভিল সার্জন অফিসের ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার মোস্তফা কাদের রিসাদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানিকগঞ্জ জেলায় শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
তিনি আরও বলেন, “আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ৩৩ জন, কর্নেল মালেক মেডিকেল কলেজে ৫৭ ও মুন্নু মেডিকেল কলেজে ২৪ জন রোগী ভর্তি রয়েছেন।
এ বছর জেলায় ডেঙ্গু শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৯ হাজার ৬৩৪ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কাজী একেএম রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর হাসপাতালে বর্তমানে ১৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যাদের মধ্যে পুরুষ ৪৫, মহিলা ৭৭ এবং শিশু ১০ জন।