লালমনিরহাটে আওয়ামী লীগের দুপক্ষের ইট-পাটকেলে পুলিশসহ আহত ১৪

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে ও লাঠিপেটা করে।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2022, 05:28 PM
Updated : 26 Nov 2022, 05:28 PM

লালমনিরহাটের আদিতমারীতে আওয়ামী লীগের দুপক্ষের ছোড়া ইট-পাটকেলে পুলিশসহ ১৪ জন আহত হয়েছেন। 

শনিবার বিকালে দলটির দুপক্ষের পৃথক কর্মসূচি থেকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে ও লাঠিপেটা করে। 

এ ঘটনায় লালমনিরহাট-বুড়িমারী সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। 

স্থানীয় নেতারা জানান, শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশের আয়োজন করা হয়। 

উপজেলার ভাদাই জিএস সরকারি উচ্চবিদ্যালয় মাঠের সমাবেশ স্থল থেকে বিকালে ৪টার দিকে কয়েক হাজার নেতা-কর্মী বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। 

মিছিলটি গ্রামীণ ব্যাংক মোড়ের আওয়ামী লীগ কার্যালয় পার হওয়ার সময় সেখানে আয়োজিত সমাবেশ থেকে ইট-পাটকেল ছুড়তে থাকেন দলীয় পদ বঞ্চিতরা। 

পরে পুলিশ তিনটি সাউন্ড গ্রেনেড ছুড়ে ও লাটিপেটা করে পদবঞ্চিত পক্ষটিকে ছত্রভঙ্গ করে দেয়। 

আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, “উভয় পক্ষ শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করলেও মিছিলকে লক্ষ্য করে কিছু উশৃঙ্খল নেতা-কর্মী ইট-পাটকেল ছুড়লে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। 

নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য পুলিশকে সময় বেঁধে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান। 

আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, “দেশব্যাপী বিএনপি-জামায়াতের নেতা-কমীদের নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সময় ইউপি চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতীর ও বিদু নেতৃত্বে কিছু উশৃঙ্খল মানুষ আমাদের মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় আমরা তাদের ধাওয়া করি।” 

ইট-পাটকেলের আঘাতে তাদের আটজন কর্মী আহত হন বলে জানান তিনি। 

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মাহমুদ ওমরের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। 

সম্প্রতি আদিতমারী উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে পদ বঞ্চিত হয়ে কয়েকদিন কমলাবাড়ি ইউপি চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতীর এবং ভাদাই ইউপি চেয়ারম্যান বিদুর নেতৃত্বে তার অনুসারীরা গত কয়েকদিন ধরে বিক্ষোভ-সমাবেশ করে আসছিল।