চরফ্যাশনে ‘জমির বিরোধে’ গৃহবধূকে কুপিয়ে হত্যা

নিহতের বড় বোন গুরুতর আহত হয়েছেন; তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2022, 03:32 PM
Updated : 30 Nov 2022, 03:32 PM

ভোলার চরফ্যাশন উপজেলায় ‘জমির বিরোধে’ এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। হামলায় নিহত নারীর বোন ‘গুরুতর’ আহত হয়েছেন।  

মঙ্গলবার গভীর রাতে মুজিবনগর ইউনিয়নের শিকদারের চরে এ ঘটনা ঘটে বলে দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক জানিয়েছেন।

নিহত বকুলি বেগম (৩৫) চরফ্যাশনের মুজিবনগর ইউনিয়নের শিকদারের চরের বাচ্চু মেলকারের স্ত্রী। 

বকুলি বেগমের বড় বোন আহত মুকুলি বেগমকে বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থনীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বকুলি বেগমের ঘরে গিয়ে দুই গৃহবধূকে কোপানোর ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই বকুলি বেগম নিহত হন। বকুলির বড় বোন মুকুলি বেগম গুরুতর আহত হন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক ও গ্রাম পুলিশ অলি আহমেদ জানান, মুকুলিকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়; পরে সেখান থেকে বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের স্বামী বাচ্চু মেলকার জানান, জমি-জমা নিয়ে বাচ্চু মেলকার পক্ষের সঙ্গে শাজাহান স্বপন ওরফে শাজাহান সরদার পক্ষের বহু বছর ধরে বিরোধ চলে আসছে। জমি নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে একাধিক মামলাও চলছে। ওই মামলায় হাজিরা দিতে মঙ্গলবার রাতে বাচ্চু মেলকার ভোলার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে তিনি জানতে পারেন রাত ১টার দিকে কথা কাটাকাটির জের ধরে একদল লোক তাদের বসতঘরে হামলা চালায়।

এ ঘটনায় মামলা হয়নি বলে দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক জানান।