“তারা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার সম্পর্কে আজেবাজে কথা ছড়াচ্ছে, নানাভাবে আমাকে হুমকি দিচ্ছে।”
Published : 15 Jul 2023, 05:41 PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পাঁচ ছাত্রীকে দেওয়া এক বছরের বহিষ্কারাদেশে খুশি নন ভুক্তভোগী।
তিনি বলছেন, বহিষ্কারাদেশের মেয়াদ শেষ হতে বেশি দিন বাকি নেই। এ অবস্থায় দোষী শিক্ষার্থীদের আবারও ক্যাম্পাসে মুখোমুখি হতে হবে এটা ভাবতেই তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন, নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়ছেন।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটির বৈঠক থেকে দোষী পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রাক্তন সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, দেশরত্ন শেখ হাসিনা হল শাখার সাবেক সহসভাপতি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাচ্ছুম ইসলাম, কর্মী মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম এবং ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন উর্মী।
তবে এদের এই সাজায় হতাশ হয়ে পড়েছেন নির্যাতনের শিকার ছাত্রী ফুলপরী খাতুন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি কোনোভাবেই এই বিচারে সন্তুষ্ট নই; কারণ একাধিক তদন্ত কমিটির তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলেও এখনও পর্যন্ত অন্তরাসহ সহযোগীরা আমাকে নির্যাতনের কথা স্বীকারই করছে না। এখনও পর্যন্ত তারা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার সম্পর্কে আজেবাজে কথা ছড়াচ্ছে, নানাভাবে আমাকে হুমকি দিচ্ছে।
“আমার নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপই নেয়নি। এক বছরের বহিষ্কারাদেশ তো প্রায় শেষ হওয়ার পথে। ওরা যখন আবার ক্যাম্পাসে ফিরে আসবে, নিশ্চয়ই আমার ক্ষতি করতে চাইবে। সে কথা ভাবতেই আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছি।”
দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ জানান, ছাত্র-শৃঙ্খলা আইনের ৮ ধারা অনুযায়ী দোষী প্রমাণিত পাঁচ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এই সময়ের মধ্যে তারা কোনো ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারবে না।
সাজায় ফুলপরীর পাশাপাশি নাখোশ সানজিদা চৌধুরী অন্তরাও।
তিনি বলেন, “আমি ধরেই নিয়েছিলাম যে বিশ্ববিদ্যালয় থেকে আমি ন্যায়বিচার পাব না। তবে ছাত্রত্ব বাতিলের চিঠি হাতে পাওয়ার পর এ বিষয়ে মন্তব্য করব।”
আরও পড়ুন:
ইবি ছাত্রী নির্যাতন: ছাত্রলীগ নেত্রীসহ ৫ শিক্ষার্থীকে বহিষ্কার
ইবির হলে ছাত্রীকে নির্যাতনের অভিযোগ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে
ইবি হলে ছাত্রী নির্যাতন: ভুক্তভোগীর বক্তব্য শুনবে হল কর্তৃপক্ষ
ছাত্রী নির্যাতন: হাই কোর্টের নির্দেশ বাস্তবায়নে কাজ শুরু ইবি কর্তৃপক্ষের
তদন্ত কমিটিকে ‘নির্যাতনের’ বর্ণনা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী