পুলিশ জানায়, আনিছুর পলাশবাড়ী থানায় কর্মরত ছিলেন।
Published : 19 Feb 2025, 08:21 PM
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাড়ে ৯ কেজি গাঁজাসহ পুলিশের এক এএসআইকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার বিকালে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার থানা মোড় এলাকার ডাচ্-বাংলা ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনিছুর রহমান (৪০) লালমনিরহাটের সদর উপজেলার চরখাটা গ্রামের বাসিন্দা। তিনি গাইবান্ধার পলাশবাড়ী থানায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন।
ওসি বুলবুল বলেন, খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। মোটরসাইকেল আরোহী আনিসুরের কাছে থাকা একটি কালো ব্যাগে সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
“এরপর তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।”
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আনিছুরের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা কারাগারে পাঠানো হয়েছে।
গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যঞ্জেলা বলেন, “গাঁজাসহ গ্রেপ্তার পুলিশের এএসআই আনিছুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।”