আইইউসিএনের লাল তালিকায় পাহাড়ি ময়নাকে রাখা হয়েছে ‘ন্যূনতম বিপদগ্রস্ত’ ক্যাটাগরিতে।
Published : 11 Jul 2024, 05:37 PM
খাগড়াছড়ি থেকে উদ্বার করা ‘ন্যূনতম বিপদগ্রস্ত’ ছয়টি পাহাড়ি ময়না অবমুক্ত করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি বন বিভাগের সবুজ বনে পাখিগুলো অবমুক্ত করা হয় বলে বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা জানান।
তিনি বলেন, পাচারের সময় উদ্ধার করা ছয়টি পাহাড়ি ময়না পাখিগুলোকে প্রায় ১৩ দিন ধরে নিবিড় পরিচর্যা করে বন বিভাগ। পরিচর্যা শেষে বনে তা অবমুক্ত করা হয়েছে।
বন কর্মকর্তা ফরিদ বলেন, ২৮ জুন ফেনীতে পাচারের সময় খাগড়াছড়ি বাস স্টেশন এলাকা থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করে পারেনি বন বিভাগ।
পাহাড়ি ময়না ২০১২ সালের বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সংরক্ষিত হয় বলে জানান এই বন কর্মকর্তা।
পাহাড়ি ময়নার বৈজ্ঞানিক নাম (Gracula indica)। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ বা আইইউসিএনের লাল তালিকায় পাহাড়ি ময়নাকে রাখা হয়েছে ‘ন্যূনতম বিপদগ্রস্ত’ ক্যাটাগরিতে। এর মানে হল, সবচেয়ে কম বিপদগ্রস্ত; সহজেই দেখা যায় ও ব্যাপকভাবে বিস্তৃত প্রজাতিগুলো এ বিভাগের অন্তর্গত।