‘ইউটার্ন’ নেওয়া একটি সিএনজি অটোরিকশার সঙ্গে ধাক্কা খাওয়ার পর গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা বিপ্লব।
Published : 03 Mar 2025, 11:36 PM
জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেল দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।
নিহত গোলাম নাসির বিপ্লব পাঁচবিবি উপজেলার মধ্য মালঞ্চ গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।
সোমবার সন্ধ্যায় ফিসকারঘাট এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
পাঁচবিবি থানার এসআই জাহাঙ্গীর কবির জানান, ইফতারের আগে উপজেলার শালাইপুর বাজার থেকে মোটরসাইকেল নিয়ে পাঁচবিবির দিকে যাচ্ছিলেন বিপ্লব। ফিচকারঘাট এলাকায় ‘ইউটার্ন’ নেওয়া একটি সিএনজি অটোরিকশার সঙ্গে ধাক্কা খান তিনি।
এতে গুরুতর আহন হন বিপ্লব। স্থানীয় লোকজন জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।