সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়।
Published : 22 Dec 2024, 11:26 PM
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
রোববার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং জেলা শহরের প্রধান সড়কে ‘সম্মিলিত নোয়াখালীবাসী’ ব্যানারে এ কর্মসূচি হয়।
সকাল ১০টা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নোয়াখালী সরকারি কলেজ, চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে।
১১টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৩০ মিনিট মানববন্ধন করা হয়।
এরপর একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের মোহাম্মদীয়া মোড়, টাউন হলের মোড়, জেলা জামে মসজিদ মোড় ও মাইজদী পৌর বাজার এলাকা প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছে শেষ হয়।
এ সময় সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক সাইফুর রহমান রাসেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান।
বক্তারা বলেন, নোয়াখালীবাসী দীর্ঘদিন ধরে বিভাগের দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যসচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের বলেছেন, কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। তার এই দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিভাগ করতে হলে নোয়াখালী নামেই বিভাগ করতে হবে এবং বিভাগীয় শহর হবে নোয়াখালী। অন্য কোনো জেলার নামে বিভাগ মেনে নেওয়া হবে না।
এ বিষয়ে সাইফুর রহমান রাসেল বলেন, “কোনো জেলাকে নতুন বিভাগের অন্তর্ভুক্ত করতে হলে ওই জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি করতে হয়। শুনানির মতামতের ভিত্তিতে জেলা প্রশাসন সুপারিশ করে। কিন্তু নোয়াখালীতে এ রকম কোনো শুনানি হয়নি।”
তাছাড়া নোয়াখালীর সর্বস্তরের জনগণ দীর্ঘদিন ধরে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে আন্দোলন করে আসছেন। সেই আন্দোলনকে পাশ কাটিয়ে অন্য জেলার নামে বিভাগ নোয়াখালীবাসী কখনোই মেনে নেবে না। নোয়াখালী একটি প্রাচীন জেলা। এই জেলার ইতিহাস, ঐতিহ্য অনেক সমৃদ্ধ। নতুন বিভাগ করতে হলে নোয়াখালীকেই করতে হবে বলে দাবি করেন সাইফুর রহমান রাসেল।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়।