নরসিংদীতে বিএনপি কার্যালয়ে ফের হামলা

খায়রুল কবীর খোকনের নিজ বাসভবনে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক টিভি সাংবাদিকের মোটরসাইকেল ভাংচুরও করা হয়।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2023, 05:36 PM
Updated : 5 April 2023, 05:36 PM

নরসিংদীতে ফের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হাতবোমার বিস্ফোরণসহ ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের উপস্থিতিতে ঘরোয়া সভা চলাকালে এ হামলা হয়।

খায়রুল কবীর খোকনের নিজ বাসভবনে অবস্থিত এ কার্যালয়ের সামনে রাখা সময় টিভির এক সাংবাদিকের মোটরসাইকেল ভাংচুর করা হয়।

ছাত্রদলের জেলা কমিটি করার পর গত ২৬ জানুয়ারি খায়রুল কবির খোকনের শহরের বাড়িতে অবস্থিত নরসিংদী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন দেয় একদল লোক। 

এরপর ১১ ফেব্রুয়ারি ঢাকা-সিলেট মহাসড়কে শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় ‘গুলিবর্ষণের’ ঘটনায় বিএনপির পাঁচ কর্মী আহত হন। ওই সময় খায়রুল কবির খোকন এই গুলি চালান বলে দলের একাংশের অভিযোগ।

জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা নিয়ে এই ঘটনাগুলো ঘটছে বলে মনে করা হলেও কেউ এ বিষয়ে মুখ খুলছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের কয়েকজন নেতাকর্মী বলেন, আগামী ৮ এপ্রিল নরসিংদীর সব উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচি সফল করতে দলের জেলা কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা করছিলেন খায়রুল কবীর খোকন ও জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীসহ অন্যান্য নেতারা।

এ সময় অস্ত্র নিয়ে একদল লোক সেখানে হামলা চালিয়ে হাতবোমার বিস্ফোরণ ঘটায় ও ভাঙচুর করে। সেখানে রাখা সময় টিভির সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করে হামলাকারীরা।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা আহ্বায়ক খায়রুল কবির খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সভা করার সময় পুলিশের উপস্থিতিতে একদল ‘সন্ত্রাসী’ হামলা চালায়। তারা হাতবোমার বিস্ফোরণ ঘটায় এবং গুলি চালায়। সাংবাদিকের একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়।

এ হামলা দলের লোকজন করেছে কিনা প্রশ্ন করা হলে তিনি তা অস্বীকার করেন।  

নরসিংদী সদর মডেল থানার ওসি আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা যে মিটিং করবে তা পুলিশকে জানায়নি। খবর পেয়ে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পুলিশের উপস্থিতিতে হামলা হওয়ার অভিযোগ ঠিক নয় বলে দাবি করেন খোকন।

আরও পড়ুন:

নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ  

‘খায়রুল কবির খোকন আমাদের গুলি করেছেন‘, অভিযোগ ছাত্রদল কর্মীদের