১৮ জুলাই ঢাকার মিরপুর-১০ নম্বরের গোলচত্বরের কাছে গুলিবিদ্ধ হন শেখ শাহরিয়ার বিন মতিন।
Published : 15 Oct 2024, 07:17 PM
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শেখ শাহরিয়ার বিন মতিন এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.৮৩ পেয়ে উর্ত্তীণ হয়েছেন।
মঙ্গলবার ফলাফল প্রকাশের পর বিষাদের ছায়া নেমে আসে শাহরিয়ারের পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্যে।
শাহরিয়ারের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমড়াশাসন উত্তরপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুল মতিন। পরিবারের দুই সন্তানের মধ্যে শাহরিয়ার ছিল বড়। ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তিনি।
বিকালে শাহরিয়ারের চাচা আব্দুল মোতালেব বলেন, “পরীক্ষা পাশের খবরে কলিজা ফেটে যাচ্ছে। আমার ভাতিজা আন্দোলনে শহিদ হয়েছে প্রায় তিন মাস আগে। এখন তার পরীক্ষার ফলাফল হয়েছে, সে পাশ করেছে।”
তিনি বলেন, “আমরা দুই ভাইয়ের একমাত্র ছেলেসন্তান ছিল শাহরিয়ার। এখন আমাদের দুই ভাইয়ের বংশে আর কোনো প্রদীপ নেই।”
শাহরিয়ারের বাবা আব্দুল মতিন স্ত্রী ও মেয়েকে নিয়ে বতর্মানে ওমরা করতে সৌদি আরবে অবস্থান করছেন। সেখানে থেকেই তিনি ছেলের ফলাফলের খবর পেয়েছেন।
১৮ জুলাই ঢাকার মিরপুর-১০ নম্বরের গোলচত্বরের কাছে গুলিবিদ্ধ হন শেখ শাহরিয়ার বিন মতিন। তার ডান চোখের পাশ দিয়ে গুলি ঢুকে মস্তিষ্ক ছেদ করে বেরিয়ে যায়।
পরিবার জানায়, পরীক্ষার মধ্যে বন্ধ পেয়ে ঢাকায় মায়ের কাছে যায় শাহরিয়ার। পরে মিরপুর ২ নম্বরে খালার বাসায় বেড়াতে যায়। সেখানে খালাতো ভাইয়ের সঙ্গে আন্দোলনে অংশ নেয়। পরে মিরপুর ১০ নম্বরের গোল চত্বরের কাছে গুলিবিদ্ধ হয় শাহরিয়ার। সেখানে তার খালাতো ভাইও গুলিবিদ্ধ হয়েছিলেন।