মৃতদের মধ্যে একজন যাবজ্জীবন ও অন্যজন দুই বছরের সাজা পাওয়া কয়েদি ছিলেন।
Published : 11 Feb 2025, 08:20 PM
গাজীপুর জেলা কারাগার এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে দুই বন্দির মৃত্যু হয়েছে।
সোমবার রাতে কারাগারে অসুস্থতার পর তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ।
গাজীপুর জেলা কারাগারে মারা যাওয়া ওমর ফারুক (৩৩) কাপাসিয়া উপজেলার টোকা ইউনিয়নের বীর উজ্জলী গ্রামের বাসিন্দা ও দুই বছরের সাজা পাওয়া কয়েদি ছিলেন।
অন্যদিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১ এ মারা যাওয়া দুলাল উদ্দিন (৫২) একই উপজেলার কেন্দুয়াব গ্রামের বাসিন্দা। তিনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া কয়েদি ছিলেন।
গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, মধ্যরাতে কারাগারের একটি সেলে বন্দি থাকা অবস্থায় ওমর ফারুক গলায় কম্বল পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কারাগারের ভেতরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরিস্থিতির অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানান তিনি।
২০১৯ সালের একটি মামলায় ওমর ফারুককে দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। তিনি চলতি বছরের ২৫ জানুয়ারি থেকে কারাগারে আছেন।
এ ছাড়া ২৯ জানুয়ারি কারাগারের ভেতরে কেস টেবিলে সার্জেন্ট ইনস্ট্রাক্টর ফয়েজ উদ্দিনকে পিটিয়ে রক্তাক্ত করেন ওমর ফারুক। এ ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়।
এদিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জেলার তরিকুল ইসলাম বলেন, যাবজ্জীবন সাজা পাওয়া দুলাল সোমবার রাত ১১টার দিকে বুকের ব্যথা অনুভব করেন।
পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।