হত্যাকাণ্ডের সময় ওই দুই আসামি কিশোর থাকায় শিশু আইনে এ দণ্ড দেওয়া হয় বলে জানান পিপি।
Published : 22 Jan 2024, 06:57 PM
কুমিল্লায় ১৫ বছরের এক শ্রমিককে গলা কেটে হত্যার দায়ে তার দুই সহকর্মীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) প্রদীপ কুমার দত্ত।
হত্যাকাণ্ডের সময় তারা কিশোর থাকায় শিশু আইনে এ দণ্ড দেওয়া হয় বলে জানান তিনি।
দণ্ড পাওয়ারা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার মানিকপুর গ্রামের আব্দুর রাজ্জাক ছেলে জাহিদুল ইসলাম ওরফে রাসেল (২১) ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বানীপুর (পশ্চিমপাড়া) গ্রামের খলিলুর রহমান খলিলের ছেলে হাফিজুর রহমান ওরফে আরিফ (১৯)।
নিহত রাশেদ হোসেন কুমিল্লা সদরের গোবিন্দপুর এলাকার প্রয়াত আব্দুর রশিদ মিয়ার ছেলে।
মামলার বরাতে পিপি প্রদীপ কুমার বলেন, রাশেদ কুমিল্লা বিসিক শিল্প নগরীর ফরিদ ফাইবার লিমিটেড ফ্যাক্টরির টুস্টিং বিভাগের শ্রমিক ছিলেন। ২০১৯ সালের ২৮ এপ্রিল দুপুরে রাশেদ কর্মস্থলের গিয়ে আর রাতে বাসায় ফেরেনি।
পরদিন সকালে সদর দক্ষিণ উপজেলার গলিয়ারার ফুলতলীর একটি পুকুর থেকে রাশেদের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পরদিন নিহতের বোন নীপা আক্তার বাদী হয়ে আরিফ ও রাসেলকে আসামি করে থানায় মামলা করেন বলে জানান পিপি।
সাক্ষ্যগ্রহণ শেষে শিশু আইনে দুই আসামিকে ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও তিন মাস কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি প্রদীপ কুমার।