তারা এক সপ্তাহ আগে ওই বাসায় ভাড়া ওঠেন বলে স্থানীয়রা জানিয়েছে।
Published : 15 Dec 2023, 03:18 PM
যশোরের শার্শা উপজেলার বেনাপোলে এক পোলট্রি ব্যবসায়ী ও তার স্ত্রীর ঝুলন্ত লাশ তাদের ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত জানান, শুক্রবার ভোরে বাহাদুরপুর গ্রাম থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃতরা হলেন-শার্শা উপজেলার বাহাদুরপুর গ্রামের কালাম হোসেনের ছেলে ২৮ বছর বয়সী মো. ইয়ামিন হোসেন ও তার স্ত্রী ২৪ বছর বয়সী তনু আক্তার।
স্থানীয়রা জানান, সাত মাসের এক সন্তানের জনক পোল্ট্রি ব্যবসায়ী ইয়াসিন তার স্ত্রী তনুকে নিয়ে এক সপ্তাহ আগে বাহাদুরপুর গ্রামের আব্দুর রহিমের বাড়ির একটি রুমে ভাড়া ওঠেন। এর আগে তারা যশোরের পুলেরহাট এলাকায় থাকতেন।
দেনা থাকার কারণে ইয়াসিন নিজের বাড়ি ও জমি বিক্রি করে এখানে ভাড়া নেন। ভোরে প্রতিবেশীরা তাদের ঘর থেকে বাচ্চার কান্নার শব্দ পেয়ে অনেকক্ষণ তাদের ডাকাডাকি করে। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেওয়া হয়।
লাশ উদ্ধারের পর ওসি বলেন, “গলায় ওড়না পেঁচিয়ে ওই দম্পতি একই সঙ্গে আত্মহত্যা করেছেন।”