“জমিসংক্রান্ত বিষয় নিয়ে একই পরিবারের দুপক্ষের বিরোধ চলছিল।”
Published : 16 Feb 2025, 11:50 AM
নাটোরের সিংড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
উপজেলার ডাহিয়ার কদমকুড়ি এলাকায় শনিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে সিংড়ার থানার ওসি মো. আসমাউল হক জানান।
গুলিবিদ্ধরা হলেন-কদমকুড়ি এলাকার রফিকুল ইসলামের ছেলে শাকিল (১৯), আবুল হোসেনের ছেলে এলাহি (২৮), ইব্রাহিম হোসেন (৩২) ও বিনাহাট গ্রামের আব্দুল লতিফের স্ত্রী হনুফা (২৫)।
এছাড়া আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সোহেল (১৯), নাসিম (২২), শাহাদত (৩৯), আবজাল (৪৪), রফিকুল (৪৮), মান্নান (৫৮), ফরিদ (৩৮), আলামিন (১৭) ও মাসুদ রানা।
আহতরা নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আহত ইব্রাহিম বলেন, “কদমকুড়ির মানিক, রতন, রহিদুলসহ অনেকে জোর করে আমাদের পৈতৃক জমি দখল করতে চায়। আমরা বাধা দিলে তারা হুমকি-ধামকি দেয়। এর জেরে সন্ধ্যার পরে বাজার থেকে ফেরার পথে ওদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ওরা আক্রমণ করে। এ সময় আমাদের আত্মীয়-স্বজনের বাধা দিলে তারা গুলি ছোড়ে।”
তবে অভিযোগের মুখে থাকা মানিক, রতন ও রহিদুলসহ বাকিদের কারও বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী বলছে, দুই ভাই জাহেদ আলী ও আব্দুর রাজ্জাক মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। চার বছর আগে জাহেদের মৃত্যু হলে তার সন্তানদের সঙ্গে রাজ্জাকের সন্তানদের দ্বন্দ্ব বাধে। চাচাতো ভাইদের মধ্যে জমিতে পানি দেওয়া নিয়ে গত তিন দিন ধরে দ্বন্দ্ব আরও চরমে পৌঁছায়। সেই দ্বন্দের জেরেই সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হন।
ওসি আসমাউল হক বলেন, “জমিসংক্রান্ত বিষয় নিয়ে একই পরিবারের দুপক্ষের বিরোধ চলছিল। সম্প্রতি জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করেই সংঘর্ষ ঘটেছে। ছররা গুলিতে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
গুলিবিদ্ধদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে নাটোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুস সালাম শেখ সাংবাদিকদের জানিয়েছেন।
ওসি বলছেন, হামলাকারীরা পলাতক রয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।