বিক্ষোভ ও মানববন্ধন শেষে চালকরা গাজীপুর জেলা প্রশাসকের কাছে জমির জন্য আবেদন ও স্মারকলিপি প্রদান করেছে।
Published : 09 Mar 2025, 03:36 PM
গাজীপুরে মহানগরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ট্রাক স্ট্যান্ডের জমি স্থায়ীভাবে বরাদ্দের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ট্রাক, পিক আপ ও লরি চালকরা।
রোববার সকালে গাজীপুর জেলা ট্রাক, পিক আপ ট্রাকলরি ড্রাইভারস ইউনিয়নের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভাওয়াল রাজবাড়ি সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।
ট্রাক চালক বাহাউদ্দিন বলেন, আগে ট্রাক স্ট্যান্ড ছিল তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাড়কের পাশে। কিন্ত ওই এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সময় ২০১৮ সালে জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও পুলিশ প্রসাশন টেক নগরপাড়া এলাকায় খাসজমিতে ট্রাক স্ট্যান্ড স্থানান্তর করে।
“কিন্তু এক ব্যক্তি ওই জমির মালিকানা দাবি করেন। শুধু তাই নয় সেখান থেকে ট্রাক স্ট্যান্ড সরিয়ে নেয়ার জন্য আমাদের চালকদেরকে নানা হুমকি ও জুলুম নির্যাতন করছে।”
ট্রাক চালক আব্দুল মজিদ জানান, “ওই ব্যক্তি সন্ত্রাসী প্রকৃতির লোকজন পাঠিয়ে চালকদের কাছে চাঁদা দাবি করে। তাই আমরা ট্রাক স্ট্যান্ডের জন্য জমির সীমানা নির্ধারণ ও স্থায়ী বরাদ্দ এবং সহজ শর্তে স্থায়ী লিজ প্রদানের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করছি।”
অপর চালক মো. জুয়েল হোসেন বলেন, “আমরা চাঁদাবাজ ও সন্ত্রাসীমুক্ত ট্রাক স্ট্যান্ড চাই। স্ট্যান্ডে গাড়ি রাখতে না পারায় আমাদের টাক/গাড়ি মহাসড়কের পাশে রাখতে হচ্ছে। এ সময় পুলিশও আমাদের নানাভাবে হয়রানী করছে। আমরা এ অবস্থা থেকে রেহাই চাই। আমরা স্থায়ী ট্রাক স্ট্যান্ড চাই।”
বিক্ষোভ ও মানববন্ধন শেষে চালকরা গাজীপুর জেলা প্রশাসকের কাছে জমির জন্য আবেদন ও স্মারকলিপি প্রদান করেছে।