তিনি ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
Published : 16 Dec 2024, 11:25 PM
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আকরাম আর নেই।
সোমবার বিকাল ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নাগরিক ঐক্যের জেলা কমিটির আহ্বায়ক ইকবাল কবির জানান।
এস এম আকরাম এ রাজনৈতিক দলের উপদেষ্টা ছিলেন। তার বয়স হয়েছিল ৮০।
সাবেক আমলা আকরাম জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জেলা আওয়ামী লীগেরও আহ্বায়ক ছিলেন।
পরে এস এম আকরাম নাগরিক ঐক্যে যোগ দেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন তিনি।
ইকবাল কবির জানান, আকরাম দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। কয়েকদিন ধরেই তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আকরামের প্রথম জানাজা রাতে রাজধানীর গুলশানে আজাদ মসজিদে হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের থানা পুকুরপাড় এলাকায় দ্বিতীয় এবং দুপুর ২টায় বন্দর উপজেলার আলীনগর ঈদগাহে তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।