জব্দ বাল্কহেড এবং আটকদের চাঁদপুর সদর নৌ থানা পুলিশের কাছে কাছে হস্তান্তর করা হয়েছে।
Published : 20 Jan 2025, 04:38 PM
চাঁদপুর মেঘনা নদীতে অবৈধভাবে উত্তোলন করা মাটিবহনকারী দুটি বাল্কহেডসহ নয়জন শ্রমিককে আটক করেছে কোস্টগার্ড।
রোববার গভীররাতে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর এলাকায় মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।
সোমবার সকালে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর মেঘনা নদীতে বাল্কহেড এবং ড্রেজার উচ্ছেদকল্পে অভিযান পরিচালনা করা হয়।
“অভিযানের সময় মেঘনা নদী থেকে সরকারি বিধিনিষেধ অমান্য করে রাতে অবৈধ ভাবে মাটিবহনকারী দুটি বাল্কহেডসহ ৯ জনকে আটক করা হয়।”
জব্দ করা মাটিবোঝাই বাল্কহেড এবং আটকদের চাঁদপুর সদর নৌ-থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা ফজলুল হক।