বেলা ৩টা ১৫ মিনিটে লাগা এ আগুন সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
Published : 22 Feb 2024, 09:03 PM
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় তিন ঘণ্টা পর গাজীপুরের কোনাবাড়ির আগুন নিয়ন্ত্রণে এসেছে।
গাজীপুর নগরীরর কোনাবাড়ি থানার আমবাগ বউবাজার এলাকায় বৃহস্পতিবার বেলা ৩টা ১৫ মিনিটে লাগা এ আগুন সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে নিয়ন্ত্রণে আসে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ্ আল আরেফিন জানান।
স্থানীয়রা বলছেন, মোহাম্মদ শরিফের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তেই তা পাশের মোহাম্মদ জমির উদ্দিন, মো. লালন খান ও মোহাম্মদ আব্দুল্লাহ্র টিনের বসত বাড়িতে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুল্লাহ্ আল আরেফিন বলেন, “বেলা ৩টা ৩৫ মিনিটে কোনাবাড়ির আমবাগে ঝুট গুদামে আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে কোনাবাড়ি ও সারাবো কাশিমপুরের ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
“কিন্তু ততক্ষণে আগুনে কয়েকটি ঝুট গুদাম ও একটি বসত বাড়ির ১৮টি ঘর পুড়ে যায়।”
তিনি বলেন, “এলাকাটিতে অনেক ঝুট গুদাম থাকায় আমরা যথেষ্ট পানি পাইনি; যার কারণে অনেক সমস্যায় পড়তে হয়েছে। পরে প্রায় দুই কিলোমিটার দূর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি, যাতে তা আশপাশে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়তে না পারে।”
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, “এটা তদন্তের পর জানা যাবে।”