পানির সংকট থাকায় আশপাশের ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়েছে; আরও কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করবে।
Published : 22 Feb 2024, 05:24 PM
গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে; নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বৃহস্পতিবার বিকালে মহানগরের কোনাবাড়ি থানার আমবাগ এলাকা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ্ আল আরেফিন।
তিনি বলেন, বিকাল সোয়া ৩টার দিকে একটি ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
সবশেষ পাওয়া খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে বলে জানান আরেফিন।
তিনি বলেন, আগুন পাশের কলোনিতে ছড়িয়েছে। পানির সংকট থাকায় আশপাশের ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়েছে। আরও কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করবে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।