তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
Published : 03 Apr 2024, 08:31 PM
খুলনার রূপসায় একটি বেসরকারি পাটকলে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ৩ নম্বর নৌহাটি ইউনিয়নের জাবুসা চৌরাস্তা এলাকায় সালাম জুট মিলে এ ঘটনা ঘটে বলে জানান খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার।
তিনি জানান, বিকালে ওই পাটকলের বাইরে থেকে আগুনের ফুলকি দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা।
খুলনা সদর, খালিশপুর, দৌলতপুর, রূপসা, ফকিরহাট ও বটিয়াঘাটা থেকে আসা মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান, ফারুক হোসেন।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমান ও হতাহতের বিষয়ে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।