আগুনে কেউ হতাহত না হলেও পণ্য পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের ভাষ্য।
Published : 18 Apr 2024, 10:17 AM
গাজীপুরের টঙ্গীতে অন্তত ১২টি গুদাম আগুনে পুড়ে গেছে, যেখানে চাল, পেঁয়াজ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী মজুদ রেখে পাইকারিতে বিক্রি করা হত।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর সোনাভান মার্কেটের পাশে ওই গুদামগুলোতে আগুন লাগে। টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আবু মুহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার জানান।
স্থানীয় বাসিন্দা পলাশ মাহমুদ জানান, গুদামগুলোতে পেঁয়াজ, আলু, চালসহ নিত্য প্রয়োজনীয় মালামাল মজুদ করা ছিল। ব্যবসায়ীরা হঠাৎ গুদামে আগুন দেখতে পেয়ে প্রথমে নিজেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, পরে ফায়ার সার্ভিসে খবর দেন।
আগুনে কেউ হতাহত না হলেও পণ্য পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের ভাষ্য।
মেসার্স সবুজ অ্যান্ড ব্রাদার্সের মালিক সবুজ মাতব্বর সাংবাদিকদের বলেন, রাতে আড়ত বন্ধ করে বাসায় পৌঁছানোর পর তিনি কর্মীদের কাছে পাশের দোকানে আগুন লাগার খবর পান। বাসা থেকে এসে দেখেন, তার নিজের দোকানের সামনে অংশ ও ভেতরে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
রূপসী বাংলা চালের আড়তের মালিক মো. ফারুক হোসেন বলেন, “আড়তে প্রায় পাঁচ হাজার বস্তা চাল ছিল। মুহূর্তে সব পুড়ে ছাই হয়ে গেছে।”
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তা সাজেদুল কবির।