আলমডাঙ্গায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ, ছেলে-পুত্রবধূ আটক

পারিবারিক বিরোধে ছেলে, পুত্রবধূ ও নাতির পিটুনিতে বৃদ্ধার মৃত্যু হয় বলে প্রতিবেশীরা পুলিশকে জানায়।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2022, 12:20 PM
Updated : 30 Nov 2022, 12:20 PM

চুয়াডাঙ্গায় অশীতিপর এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠার পর ছেলে, পুত্রবধূ ও নাতিকে আটক করেছে পুলিশ।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল আলিম জানান, বুধবার বিকালে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রাহেলা খাতুন (৮৯) ভাংবাড়িয়া গ্রামের প্রয়াত হুর আলীর স্ত্রী।

আটকরা হলেন রাহেলার ছেলে সেলিম হোসেন (৫০), ছেলের স্ত্রী রিনা খাতুন (৪০) ও নাতি সম্রাট হোসেন (২৬)।

প্রতিবেশীর বরাতে পরিদর্শক আব্দুল আলিম জানান, রাহেলা খাতুনের সঙ্গে তার ছেলে ও ছেলের স্ত্রী এবং নাতির পারিবারিক বিরোধ দেখা দিলে তারা রাহেলাকে মারধর করেন। এতে রাহেলা খাতুন মারা যান।

“রাহেলা খাতুনের ডান হাত ভেঙে গেছে। তার কপালেও আঘাতের চিহ্ন আছে।”

আব্দুল আলিম আরও জানান, রাতে লাশ আলমডাঙ্গা থানায় রাখা হবে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ময়নাতদন্তের পর বৃদ্ধার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।