খাগড়াছড়ি থেকে ঢাকায় যাওয়ার পথে গুইমারায় দুর্বৃত্তদের হামলার মুখে পড়েছে সাতটি বাস। হামলায় আহত হয়েছেন এক বাসযাত্রী।
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের শেষ দিন সোমবার রাত সাড়ে ১১টার দিকে গুইমারা উপজেলার বাইল্যাছড়িতে এই ঘটনা ঘটে বলে জানান গুইমারা থানার ওসি রাজীব চন্দ্র কর।
ওসি রাজীব বলেন, ”রাতে রবি এক্সপ্রেস, শ্যামলী পরিবহন, শান্তি পরিবহনসহ বিভিন্ন যাত্রীবাহী বাস খাগড়াছড়ি থেকে রাজধানী ঢাকায় যাচ্ছিল। বাসগুলো বাইল্যাছড়ি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা সেগুলোতে হামলা করে।
“এ সময় সাতটি বাস ভাঙচুর করা হয়। দুর্বৃত্তদের ছোড়া ঢিলের আঘাতে বাসগুলোর সামনের গ্লাসসহ জানালার কাচ ভেঙে গেছে।”
ভাঙচুরের শিকার রবি এক্সপ্রেসের সুপারভাইজার মো. রাফি আহমেদ বলেন, ”পুলিশের একটা গাড়ি এসকর্ট দিয়ে খাগড়াছড়ির জিরো মাইল থেকে আমাদের নিয়ে যাচ্ছিল।
পথে মাটিরাঙ্গা বাইল্যাছড়ি এলাকায় পু্লিশের গাড়ি থেকে বেশ কিছু যাত্রীবাহী গাড়ির দূরত্ব তৈরি হয়। হঠাৎ সড়কের ডান পাশে থাকা দুর্বৃত্তরা গাড়িগুলোতে হামলা করে। এ সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
“হামলায় গাড়ির সামনে বসা একজন যাত্রী আহত হয়েছেন। গুইমারা বিজিবি হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হামলায় তাদের গাড়ির এক লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে জানান তিনি।
হামলার পর গুইমারা থেকে বিজিবির পাহারায় সব গাড়ি রামগড় পর্যন্ত পৌঁছে দেওয়া হয় বলে জানান রবি এক্সপ্রেসের সুপারভাইজার।
তবে পুলিশ সুপার মুক্তা ধর দাবি করেন- দুর্বৃত্তদের ছোড়া ঢিলে তিনটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভাঙচুরের সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি জানিয়ে ওসি রাজীব বলেন, এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ চেষ্টা করছে।