নারায়ণগঞ্জে নাশকতার মামলায় বিএনপি-ছাত্রদলের ৫ নেতা কারাগারে

গত ডিসেম্বরের একটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন আসামিরা।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2023, 01:19 PM
Updated : 25 April 2023, 01:19 PM

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নাশকতার অভিযোগে করা একটি মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত এই আদেশ দেয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

নেতারা হলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি শফিউদ্দিন ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালু, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ফরহাদ শিকদার।

পরিদর্শক আসাদুজ্জামান জানান, গত ডিসেম্বরে সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে করা একটি মামলায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন আসামিরা। আদালত শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা বিএনপির সদস্যসচিব গোলাম ফারুক খোকন বলেন, নাশকতার অভিযোগে বিএনপি ও অঙ্গ-সহযোগী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

তিনি অবিলম্বে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে এসব মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান।