ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা স্থানীয়দের।
Published : 27 Nov 2023, 07:42 PM
ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা সীমান্ত থেকে এক যুবকের লাশ উদ্ধারের খবর জানিয়েছে বিজিবি।
সোমবার সকালে চাপাতলা গ্রামের ইছামতি নদীর পাড় থেকে ৩৫ বছর বয়সী রকিবুল ইসলামের লাশ উদ্ধার করা হয় বলে মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মাসুদ পারভেজ জানান।
নিহত রকিবুল উপজেলার যাদবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। তিনি চাপাতলা গ্রামে খালার বাড়িতে থাকতেন।
স্থানীয় সংবাদকর্মী সাব্বির হোসেন সাংবাদিকদের বলেন, “পেশায় রাজমিস্ত্রী রকিবুল শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে কয়েকজনের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে যায়। পরে আর সে বাড়ি ফেরেনি।
“সকালে ইছামতি নদীর পাড়ে রকিবুলের লাশ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয় গ্রামবাসী। পরে তারা এসে লাশটি উদ্ধার করে। তার শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে।”
রকিবুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা স্থানীয়দের।
এ বিষয়ে কর্নেল মাসুদ বলেন, “বাংলাদেশ অভ্যন্তরে যে লাশটি পাওয়া গেছে, তাকে কে বা কারা কি কারণে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
তবে এ বিজিবির কর্মকর্তার ধারণা, ভারতীয় এলাকায় হত্যার পর নদী পার করে বাংলাদেশের এলাকায় ফেলে রেখে যাওয়া হয়।