চুয়াডাঙ্গায় ‘আগুনের ঘটনায় সাক্ষ্য দেওয়ায়’ কুপিয়ে হত্যা, আটক ১

অগ্নিকাণ্ডে অন্তত ২০০ বিঘা জমির ভুট্টা ক্ষেত ও পানবরজ পুড়ে যাওয়ার ঘটনায় জিন্নাহর বিরুদ্ধে সাক্ষী দেন ইশারন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2023, 10:06 AM
Updated : 23 May 2023, 10:06 AM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ক্ষেতে আগুন দেওয়ার ঘটনার সাক্ষ্য দেওয়ায় এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার রাত ১০টার দিকে উপজেলার খাদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ। 

নিহত ৫৫ বছর বয়সি ইশারন খাতুন উপজেলার শিয়ালমারি গ্রামের উত্তরপাড়ার ফজলুর রহমানের স্ত্রী। আটক জিন্নাহ আলী একই গ্রামের মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে। 

ওসি বিপ্লব কুমার বলেন, ১৩ এপ্রিল শিয়ালমারি গ্রামের বানাতখালি মাঠে অগ্নিকাণ্ডে অন্তত ২০০ বিঘা জমির ভুট্টা ক্ষেত ও পানবরজ পুড়ে যায়। 

“অভিযোগ ওঠে, জিন্নাহ আলী তার নিজ ক্ষেতের ভুট্টা কেটে নেওয়ার পর গাছের বাকি অংশে আগুন ধরিয়ে দেন। সেই আগুন পুরো মাঠে ছড়িয়ে পড়ে। এতে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

“এ ঘটনায় খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাহিদুর রহমান জোয়ার্দ্দারের কাছে জিন্নাহ আলীর বিরুদ্ধে সাক্ষ্য দেন ইশারন। বিষয়টি জানতে পেরে জিন্নাহ আলী ক্ষিপ্ত হয়ে সোমবার রাত ১০টার দিকে ইশারনকে কুপিয়ে আহত করেন।” 

ওসি আরও জানান, রাতেই ইশারনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায় চিকিৎসক। সেখানে অবস্থার অবনতি হলে সকালে রাজশাহীতে নেওয়ার পথে ইশারন মারা যান। 

“চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইশারন পুলিশের কাছে জানান, তাকে জিন্নাহ কুপিয়ে আহত করেছেন।” 

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি বিপ্লব কুমার জানান।