মিষ্টির ফেরিওয়ালার ছুরিকাঘাতে দোকান কর্মচারী নিহত

টঙ্গী বাজারের মাধব মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করতেন খায়রুল ইসলাম।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2022, 12:24 PM
Updated : 3 Oct 2022, 12:24 PM

গাজীপুরের টঙ্গীতে এক মিষ্টির ফেরিওয়ালার ছুরিকাঘাতে আহত এক মিষ্টির দোকানের কর্মচারী মারা গেছেন। এ ঘটনায় পুলিশ ওই ফেরিওয়ালাকে গ্রেপ্তার করেছে।

রোববার সন্ধ্যায় টঙ্গী বাজারে এই যুবক ছুরিকাহত হন; সোমবার সকালে তার মৃত্যু হয়।

নিহত মো. মোস্তফা (২৪) টঙ্গী বাজারের মাধব মিষ্টান্ন ভাণ্ডারের কর্মচারী ছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার খায়রুল ইসলাম বুলবুল (৪৫) মাধব মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি নিয়ে বাইরে বিক্রি করতেন।

টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম জানান, টঙ্গী বাজারের মাধব মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি নিয়ে বিভিন্ন জায়গায় ফেরি করে বিক্রি করতেন খায়রুল ইসলাম।

স্থানীয়দের বরাতে ওসি জানান, রোববার দিন শেষে সন্ধ্যায় মিষ্টি বিক্রির পর অবশিষ্ট মিষ্টি ওই দোকানে ফেরত দিতে যান খায়রুল। এ সময় দোকানের কর্মচারী মোস্তফা মিষ্টি বাসি হয়ে যাওয়ার কথা বলে তা আর ফেরৎ রাজি হননি।

“এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকানের রশি কাটার ছুরি দিয়ে খায়রুল কর্মচারী মোস্তফাকে ঘাড়ে আঘাত করে।”

ওসি জানান, স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকার উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান; সোমবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা মারা যান।