মাটি বোঝাই একটি ট্রাক্টর বিপরীতদিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ভ্যানকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।
Published : 24 Jun 2023, 06:29 PM
নাটোরের লালপুর উপজেলায় মাটি বোঝাই একটি ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের আরোহী দুই বৃদ্ধা নিহত হয়েছেন।
শনিবার দুপুরে বিলমাড়ীয়া ইউনিয়নের থান্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লালপুর থানার ওসি মো. উজ্জ্বল হোসেন।
নিহতরা হলেন- মোহরকয়া নতুন পাড়া গ্রামের জলিল খামারুর স্ত্রী মোছা. আফিয়া (৬০) এবং একই এলাকার প্রয়াত ইনসার আলীর স্ত্রী আনজেরা (৬৫)।
স্থানীয়দের বরাতে ওসি উজ্জ্বল বলেন, দুপুরে বিলমাড়িয়া থেকে মাটি বোঝাই একটি ট্রাক্টর বেপরোয়াভাবে থান্দারপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীতদিক থেকে আসা একটি ভ্যানকে ট্রাক্টরটি ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই আফিয়া মারা যান। গুরুতর আহত আনজেরাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
দুর্ঘটনার পরে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, পরিস্থিতি সামাল দিতে ট্রাক্টরে থাকা দুইজনকে আটক করা হয়েছে। তবে ঘটনার পরপর চালক পালিয়ে যাওয়া তাকে আটক করা সম্ভব হয়নি। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি উজ্জ্বল।