জেলার পাঁচ উপজেলায় এ বছর ১ হাজার ৯৯৪টি মণ্ডপে শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
Published : 20 Sep 2024, 05:29 PM
সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে সব ধর্মের মানুষের প্রতি এ আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।
বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলায় সাংবাদিকদের সঙ্গে বিনিময় অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এ কথা বলেন।
গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলায় এ বছর ১ হাজার ৯৯৪টি মণ্ডপে শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসকের দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো পূজা মণ্ডপের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
ওই তালিকায় উল্লেখ করা হয়েছে-সদর উপজেলায় ৩৫১টি, কাশিয়ানী উপজেলায় ২৩৬টি, কোটালীপাড়া উপজেলায় ৩২২টি, মুকসুদপুর উপজেলায় ২৯৩টি ও টুঙ্গিপাড়া উপজেলায় ৯২টি মণ্ডপে এ বছর পূজা অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক কামরুজ্জামান বলেন, “ইতোমধ্যে আমরা পূজা মণ্ডপের তালিকা ঢাকায় পাঠিয়েছি। জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে আমরা উৎসব মুখর করতে চাই। এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।”
দুর্গা পূজা উপলক্ষে ধর্মীয় সপ্রীতি বজায় রাখতে সব ধর্মের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
গোপালগঞ্জ শহরের বাজার যুব সংঘের দুর্গোৎসব উদযাপনের অন্যতম উদ্যোক্তা দিলীপ কুমার সাহা দিপু বলেন, “আমরা উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপনের প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যে মণ্ডপে প্রতিমা নির্মাণ কাজ শেষ হয়েছে। মণ্ডপ ও আশপাশ এলাকায় সাজসজ্জার কাজ পাঁচদিন আগে থেকে শুরু হয়েছে।
“এখন আলেকসজ্জা, প্যান্ডেল ও গেট নির্মাণ চলছে। পূজা, অর্চনা, চণ্ডিপাঠ, ধর্মীয় আচার-আচরণ ও প্রসাদ বিতরণসহ বর্ণিল আযোজনে আমরা এ বছরের দুর্গোৎসব মহাসমারহে উদযাপন করব।”
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃনাল কান্তি রায় চৌধুরী পপা বলেন, “শারদীয়া দুর্গোৎসব আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এটি ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমরা উদযাপন করব। সেই লক্ষ্যেই আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।"
নিরাপত্তার জন্য মণ্ডপে মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হবে জানিয়ে তিনি বলেন, “সব মণ্ডপে পুলিশ আনসার ও ভিডিপি সদস্যদের পাশাপাশি আমাদের নিজস্ব স্বেচ্ছসেবক রাখার ব্যবস্থা করা হয়েছে।”
২ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা হবে। ৯ অক্টোবর ষষ্ঠী, ১০ অক্টোবর সপ্তমী, ১১ অক্টোবর অষ্টমী ও ১২ অক্টোবর নবমী ও দশমী পূজা অনুষ্ঠিত হবে।
১২ অক্টোবর সন্ধ্যায় বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এ বছরের শারদীয়া দুর্গোৎসবের।