হাসপাতালের শিশু কনসালটেন্ট বলেন, “একদিন বা দুদিন বয়সী মেয়ে শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
Published : 07 Mar 2025, 12:45 PM
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কান্নার আওয়াজ পেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের ঝোপ থেকে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সরাইল থানাধীন কুট্টাপাড়া খেলার মাঠ সংলগ্ন মহাসড়কের পাশের ঝোপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সরাইল থানার ওসি রফিকুল হাসান।
উদ্ধারের পর ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ।
ওসি রফিকুল হাসান বলেন, রাতে কুট্টাপাড়া খেলার মাঠের বিপরীতে মহাসড়কের পাশের ঝোপ-ঝাড় থেকে কান্নার আওয়াজ পান স্থানীয়রা। সেখানে গিয়ে তারা ঝোপে কাথায় মোড়ানো শিশুটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে।
নবজাতককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে৷
হাসপাতালের শিশু কনসালটেন্ট মো. আকতার হোসাইন বলেন, “একদিন বা দুদিন বয়সী মেয়ে শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”