“জামায়াত বিএনপির সঙ্গে প্রতিযোগিতা করতে চায়। প্রকৃত পক্ষে তারা ধর্মের নামে জাতির সঙ্গে প্রতারণা করছে।”
Published : 20 Apr 2025, 05:00 PM
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির এক নেতাকে হাতুড়িপেটার ঘটনার প্রতিবাদ এবং জামায়াত-ছাত্রশিবিরের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন করেছে বিএনপি।
রোববার সকালে উপজেলা সদরে উল্লাপাড়া বিএনপি এবং সিরাজগঞ্জ কোর্ট চত্বরে জেলা বিএনপির উদ্যোগে পৃথক এ কর্মসূচি পালন করা হয়।
সিরাজগঞ্জ কোর্ট চত্বরে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। জেলা বিএনপির সহসভাপতি আজিজুর রহমান দুলালের সভাপতিত্বে এ কর্মসূচিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মকুবল হোসেন চৌধুরী, অমর কৃষ্ণ দাস, যুগ্ন-সম্পাদক নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান, আইন বিষয়ক সম্পাদক রফিক সরকার ও জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এর মূলে রয়েছে জামায়াতে ইসলামী। আমরা গত ১৭ বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিগত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। ওই সময়ে জামায়াতের কয়জন নেতাকর্মী শহীদ হয়েছে। অথচ জুলাই অভ্যত্থানের পর ক্ষমতার লোভে জামায়াত সবাইকে ক্ষমা করে দিয়েছে।”
বিএনপি নেতা আজাদের ওপর হামলায় জড়িত জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, “জামায়াত শতকরা ৩ ভাগ ভোট নিয়ে বড়াই করে বিএনপির সঙ্গে প্রতিযোগিতা করতে চায়। প্রকৃত পক্ষে তারা ধর্মের নামে জাতির সঙ্গে প্রতারণা করছে।”
বিক্ষোভ সমাবেশ শেষে বিএনপির একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাত করে বিএনপি নেতা আজাদের ওপর হামলায় জড়িত জামায়াত-ছাত্র শিবিরের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে স্বারকলিপি দেন।
অপরদিকে একই সময়ে একই দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেলা ১১ থেকে উপজেলার থানার মোড় থেকে পুরাতন বাস টার্মিনাল পর্যন্ত ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব ও সাবেক ডিআইজি বিএনপি নেতা খান সাঈদ হাসান, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল ওয়াহাব, সাবেক যুগ্ন আহ্বায়ক আজিজুর রহমান মানু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিক্সন কুমার মানিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম আউলিয়া ও সাবেক পৌর কাউন্সিলর রিসালাত হোসেন নয়ন বক্তব্য রাখেন।
বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা আজাদের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবি করেন। মানবন্ধনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
শুক্রবার দুপুরে বিএনপি নেতা আজাদ উপজেলা মসজিদে জুম্মার নামাজ শেষে থানার গেইটের সামনে কয়েকজনের সঙ্গে আলাপ করছিলেন। এ সময় তার ওপর হামলার ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় প্রথমে তাকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়ায় নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়।
বর্তমানে আজাদ ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইস্ট হাসপাতালে ভর্তি আছেন। হাতুড়ির আঘাতে তার মাথার দুটি স্থানে জখম হয়েছে।
শনিবার বিকালে আজাদের মাথায় অস্ত্রোপচার করা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
এ ঘটনায় আহতের ভাই উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক বাদী হয়ে মামলা করেছেন। মামলায় জামায়াত ও ছাত্রশিবিরের ১৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ এবং ২০ থেকে ২৫ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এ মামলার প্রধান আসামি পৌর জামায়াতের প্রচার সম্পাদক হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।