শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।
Published : 09 Oct 2024, 09:40 PM
দেশবাসীর বিপদে-আপদে বিএনপি কখনো পালিয়ে যায়নি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেছেন, “বিএনপি যেকোনো দুর্যোগে জনগণের পাশে থাকা দল। কোনো আপদ-বিপদেই বিএনপি কখনও পালিয়ে যায়নি। বেগম খালেদা জিয়া দেশ, দল ও ব্যক্তিজীবনের চরম সংকট মুহূর্তে জনগণ, নেতাকর্মী ফেলে এক মিনিটের জন্যও দেশ ছাড়েননি। দেশেই থেকে তিনি ষড়যন্ত্র মোকাবিলা করেছেন।”
মঙ্গলবার শেরপুরের ঝিনাইগাতী, নকলা ও নালিতাবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিএনপি নেতা বলেন, “বন্যায় আক্রান্তদের মাঝে নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। শুধু ত্রাণ বিতরণ নয়; পুনর্বাসন কার্যক্রমেও বিএনপি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে থাকবে।”
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, আবু ওহাব আকন্দ, শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক মো. হযরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান তারা, শহর বিএনপির সভাপতি মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন উপস্থিত ছিলেন।