এক ব্যবসায়ী ছাউনির পাশে তার লাশ পড়ে থাকতে দেখেন।
Published : 25 Oct 2024, 03:28 PM
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ।
শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার বেলছড়ি বাজার থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় বলে মাটিরাঙা থানার ওসি তদন্ত মো. শরীফ জানান।
মৃত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষাণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সালাম নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। গত দুই সপ্তাহ ধরে তাকে বেলছড়ি বাজার ও আশেপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে।
“দুপুরে স্থানীয় হারুন নামে এক ব্যবসায়ী যাত্রী ছাউনির পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।”
মৃত ব্যক্তির নাম-পরিচয় পরিচয় শনাক্তের জন্য ডিএনএ সংরক্ষণ করা হবে বলে ওসি শরীফ জানান।