দুর্ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় লোকজন।
Published : 20 Jan 2025, 01:54 PM
লক্ষ্মীপুরে সদর উপজেলার বালুবাহী ট্রাক চাপায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মজুচৌধুরীরহাট সড়কের 'বিইউ চৌধুরী ফিশারিজ' এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই সাদেকুল ইসলাম জানান।
এ ঘটনায় স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ দেথিয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতরা হলেন- সদরের টুমচর ইউনিয়নের জগতবেড় এলাকার রফিকুল ইসলামের ছেলে অটোরিকশা চালক আনোয়ার হোসেন ও চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের মনসুর আহম্মদের ছেলে অটোরিকশার যাত্রী মুরাদ হোসেন।
এ ঘটনায় আজাদ হোসেন নামে এক যাত্রী গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজাদ চররমনী ইউনিয়নের চর আলী হাসান গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতির ট্রাকটি সড়কে থাকা একটি অটোরিশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করে।
এসআই সাদেকুল বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর পর স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। পরে তাদের সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।