বান্দরবানের সাঙ্গু নদীতে ২ নৌকার সংঘর্ষে চালক নিহত

নৌকায় পর্যটক ও একজন গাইড নিয়ে সাঙ্গু নদীর উজানে রেমাক্রির দিকে যাচ্ছিলেন সামংগ্য ত্রিপুরা।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2023, 09:47 AM
Updated : 5 Feb 2023, 09:47 AM

বান্দরবানে থানচি উপজেলায় ইঞ্জিনচালিত দু’টি নৌকার সংঘর্ষে পর্যটকবাহী এক নৌকার চালক নিহত হয়েছেন।

রোববার সকালে সাঙ্গু নদীর উজানে পদ্মামুখঝিরি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান থানচি থানার ওসি এমদাদুল হক।

নিহত সামংগ্য ত্রিপুরা (৫০) রেমাক্রি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খেসাপ্রু পাড়ার বাসিন্দা মৃত বাসামনি ত্রিপুরার ছেলে।

ওসি এমদাদুল হক জানান, সকালে সাত জন পর্যটক ও একজন গাইড নিয়ে সাঙ্গু নদীর উজানে রেমাক্রির দিকে যাচ্ছিলেন সামংগ্য ত্রিপুরা। এ সময় পদ্মামুখঝিরি এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি নৌকার সঙ্গে সংঘর্ষ ঘটে।

“তখন নৌকার চালক সামংগ্য ত্রিপুরা মারাত্মক আঘাত পান। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে নৌকায় থাকা অন্য যাত্রীরা কোন আঘাত পাননি।”

থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল নোমান জানান, তিনি ইঞ্জিন নৌকার পিছনে থাকা পাখা গলায় লেগে মারাত্মক আঘাত পান। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।

আইনি প্রক্রিয়া শেষে সামংগ্য ত্রিপুরার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি এমদাদুল হক।