যে বাসে কর্মরত ছিলেন, সেই বাসের নিচে পড়েই নিহত হয়েছেন তিনি।
Published : 22 Nov 2023, 08:30 PM
ঢাকার সাভারে কর্মরত বাসের চাকার নিচে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে হাইওয়ের সংশ্লিষ্ট থানার ওসি শেখ আবু হাসান জানান।
নিহত মো. ওবায়দুল্লাহ (২৮) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ভেলামারি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
তিনি সাভারে থেকে ‘রাজধানী পরিবহনে’র ওই বাসটিতে চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আবু হাসান বলেন, বিকালে বাসটি যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। এ সময় হেমায়েতপুর বাসস্ট্যান্ডে যাত্রী ওঠা-নামা শেষে বাসটিতে উঠতে গিয়ে পা পিছলে এর নিচে চলে যান ওবায়দুল্লাহ। তখন বাহনটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হলেও এর চালক পালিয়ে গেছেন।
মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে জানিয়ে ওসি আবু হাসান বলেন, নিহতের স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।