অবরোধে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ সড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।
Published : 05 Nov 2023, 02:59 PM
বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে খাগড়াছড়ির সদর উপজেলায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে।
রোববার দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার আলুটিলা এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি তানভীর হাসান জানান।
তিনি বলেন, “ট্রাকটির সামনে অংশ পুড়ে গেছে ।পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা খুঁজে বের করা হবে।”
ওসি আরও বলেন, এদিকে ভোর থেকে খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙা ও দীঘিনালা সড়কসহ বিভিন্ন স্থানে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করে পিকেটাররা। তবে ভোরে নৈশকোচগুলো পুলিশি নিরাপত্তায় খাগড়াছড়ি পৌঁছায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সড়কে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের টহলে রয়েছে।
দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও খাগড়াছড়ি শহর ও অভ্যন্তরীণ সড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার বলেন, “অবরোধের প্রথম দিনে (বিকাল পর্যন্ত) দুইজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।”