বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাধবদীতে নিহত শ্রমিকদলের সহসভাপতি জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ নম্বর আসামি নুরুল মজিদ হুমায়ুন।
Published : 25 Sep 2024, 04:36 PM
নরসিংদীতে হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার বেলা সোয়া ১২টার দিকে নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলামের আদালত এই আদেশ দেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী খন্দকার আব্দুল হালিম।
এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
পরে, বুধবার বেলা ১২টার দিকে তাকে নরসিংদী আদালতে নিয়ে আসা হয়। আদালতে মাধবদীর শ্রমিকদল নেতা জাহাঙ্গীর হোসেন হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী।
তবে বিচারক রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ অগাস্ট মাধবদীতে হামলার ঘটনা ঘটে। এতে মাধবদী পৌরসভার ৪ নং ওয়ার্ড শ্রমিকদলের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন নিহত হন।
এ ঘটনায় নিহতের চাচাত ভাই আমির হোসেন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১২৭ জনের বিরুদ্ধে নরসিংদীর আদালতে মামলা করেন। ওই মামলায় অ্যাডভোকেট নুরুল মজিদ হুমায়ুনকে ৬ নম্বর আসামি করা হয়।
পুরানো খবর