“ময়মনসিংহ থেকে ঢাকার লোকাল বাসের ভাড়া ১৫০-২০০ টাকা; আজকে তারা ২৫০-৩০০ টাকা চাচ্ছেন।”
Published : 28 Jan 2025, 05:56 PM
রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতিতে ট্রেন চলাচল বন্ধ থাকার সুযোগে বাস ভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। গন্তব্যে পৌঁছাতে বেশতি বাস ভাড়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন ময়মনসিংহের যাত্রীরা।
মঙ্গলবার সকাল থেকে যাত্রীরা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এসে ট্রেন না পেয়ে ভিড় জমান শহরের বাসস্ট্যান্ডগুলোতে। সেই সুযোগ কাজে লাগিয়ে বাস ভাড়া বৃদ্ধি করেছেন চালকরা।
বিকালে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়, মাসকান্দা বাসস্ট্যান্ড ও বাইপাস মোড়ে গিয়ে এই চিত্র দেখা যায়।
ঢাকাগামী যাত্রী সাদেক হোসেন বলেন, “ব্রিজ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বাসগুলো সাধারণত ১৫০-২০০ টাকা ভাড়া নিয়ে থাকে। আজকে তারা ভাড়া ২৫০-৩০০ টাকা চাচ্ছেন। বাধ্য হয়ে প্রয়োজনের তাগিদে যেতে হচ্ছে।”
মাইলেজ সুবিধা পুনর্বহাল না করায় সোমবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রেন বন্ধ করে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার, গার্ড, টিটিই)। এতে সারাদেশের মত ময়মনসিংহ অঞ্চলের যাত্রীরাও চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।
পাটগুদাম ব্রিজ মোড়ে বাসের জন্য দাঁড়িয়েছিলেন যাত্রী শফিকুল ইসলাম। তিনি বলছিলেন, “ব্রিজে যাত্রীর চাপ থাকার কারণে বাসে ভিড় বেড়েছে। অনেক হেলপার টেনে-হিঁচড়ে বাসে যাত্রী তুলছেন। ট্রেন বন্ধ থাকার কারণে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তা দেখার কেউ নেই।”
শহরের বাইপাস মোড়ে ঢাকাগামী বাসের জন্য দাঁড়িয়ে থাকা আফসার উদ্দিন বলেন, “ট্রেনে টিকিট করেও ঢাকা যেতে পারিনি। তিন ঘণ্টা স্টেশনে অপেক্ষা করে টিকিটের টাকা নিয়ে ঢাকা যাওয়ার জন্য বাইপাস এসেছি।
“এখানে চরম অরাজকতা। এগুলো প্রশাসনের সামনেই হচ্ছে। আমরা চাই, সাধারণ মানুষের ভোগান্তি দূর করা হোক। আন্দোলনের নামে ট্রেন বন্ধ সেটা সুস্থ সমাজে হতে পারে না।”
ঢাকাগামী ইমাম পরিবহনের চালকের সহকারী আবুল কালাম বলেন, “ভাড়া বৃদ্ধির বিষয়টি সত্য নয়, যাত্রীরা তা এমনি এমনেই বলছে। সাধারণ দিনের তুলনায় আমরা ভাড়া কম নিচ্ছি।”
আরেক বাসের চালক হুমায়ূন কবীর বলেন, “মানুষ বিপদে পড়েই আমাদের গাড়িতে ওঠে। আমরা সেটা বুঝে সামান্য ভাড়া বৃদ্ধি করি। এতে তাদের সমস্যা হওয়ার কথা না।”
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আখতার উল আলম বলেন, “ট্রেন বন্ধের কারণে বাসে ভাড়া বৃদ্ধির বিষয়ে অবগত নই। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা হবে।”