তিনি বলেন, এই ঐতিহ্য নিয়েই আমরা বড় হয়েছি।
Published : 11 Oct 2024, 10:49 PM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, “হিন্দু-মুসলমান হাত ধরে হাঁটবে, এটাই বাংলার ঐতিহ্য। এই ঐতিহ্য নিয়েই আমরা বড় হয়েছি।
“পরিকল্পিতভাবে একটি মিথ্যে গল্প বানানোর চেষ্টা হয়েছিল। বাংলাদেশে নাকি এবার দুর্গোৎসব করা যাবে না। দুর্গোৎসব করতে গেলে বিভিন্ন পূজা মণ্ডপে সমস্যা হবে। অথচ দেখুন, শান্তিপূর্ণ পরিবেশে হিন্দুদের অনুষ্ঠানে মুসলমানরা যায়, মুসলমানদের অনুষ্ঠানে হিন্দুরা যায়।”
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রবীণ এই নেতা আরও বলেন, “আমরা বাংলাদেশি হিসেবে জাতি-ধর্ম-বর্ণের মধ্যে কোনো বিভেদ করি না। আমরা যতদিন এই বিশ্বাস রেখে নতুন এই বাংলাদেশে বসবাস করে যাব, এই বাংলাদেশের মানুষ ততদিন সুখে-শান্তিতে থাকবে।”
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার ছিলেন।